শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

নাফ নদীতে ভেসে এলো ২ লাশ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে ভেসে আসা অজ্ঞাত দুইজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা লোকজন।

সোমবার বিকাল ৩টায় একটি ও মঙ্গলবার বেলা ১১টার দিকে আরও একটি লাশ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ নাফনদীর জেটি সংলগ্ন এলাকায় ভেসে আসে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।

ইউএনও আদনান বলেন, আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর বয়সী দুইজনের মরদেহ ভেসে আসলে স্থানীয়রা থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।

মরদেহ দুটির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। পরে মরদেহ দুটি উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, প্রায় সাত বছর ধরে নাফ নদীতে মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করায় স্থানীয় জেলেরা মাছ শিকার করতে পারছে না। ভেসে আসা মরদেহ দুটি স্থানীয় বাসিন্দাদের নয়।

সাড়ে সাত মাস ধরে মিয়ানমারে রাখাইন রাজ্যে সেই দেশের স্বাধীনতাকামী বিদ্রোহী গ্রুপের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘাত চলছে।

প্রতিনিয়ত মিয়ানমারে মর্টার শেল ও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, মিয়ানমারের ঘটনায় নিহত দুজনের মরদেহ নাফ নদী দিয়ে ভেসে এসেছে।

মরদেহ দুটি উদ্ধারের পর উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক দাফনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান এই জনপ্রতিনিধি।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর