মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

পটিয়ায় ঘরের দেয়াল ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় ভারী বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে তাহমিদা মান্নান নিঝুম (৮) নামের এক ঘুমন্ত শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (১৯ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদার পাড়া গ্রামের মাঝের বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশুর নিঝুম ওই এলাকার আবদুল মান্নানের মেয়ে ও স্থানীয় চাটারা নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানার একটি দল ঘটনাস্থলে গেছে।

স্থানীয়দের অনুরোধে এ বিষয়ে কোনও মামলা করা হয়নি।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর