বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

কি ব্যথা ছিল তার মনে?

কর্ণফুলী প্রতিনিধি

কর্ণফুলীতে সেলিম (২৮)নামের এক যুবক আত্নহত্যা করেছে। তার বাড়ি চরপাথরঘাটার কেন্দুগোস্টির বাড়িতে।

মৃত ফজল আহমদের পুত্র সেলিম বিয়ে করেছিল এক মাস আগে।সব ঠিকঠাক চলছি দৃশ্যত। কেউ জানেনা কি ব্যথায় আত্নহত্যা করল এ যুবক। কি ব্যথা তার মনে,কেউ জানতে পারেনি।

পুলিশের ধারণা পারিবারিক বিরোধ থেকে সে আত্নহত্যা করে থাকতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন এ বিষযে ইউডি মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিম স্বাভাবিকই ছিল।গতকাল জুমার নামাজের পর তার মায়ের সাথে মাজারও জিয়ারত করে।

শুক্রবার রাতে সেলিম বাইরে বিষপান করে বাড়িতে আসে। তখন তার ছটফট দেখে পরিবারের লোকজন বুঝতে পারে সে বিষপান করেছে। দ্রুত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমএ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর