বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও মিয়ানমার সীমান্তের পাহাড়ি ঢলের পানি তুমব্রু খালের উভয় তীর গড়িয়ে এবার তলিয়ে গেছে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বাজারসহ ৫ গ্রাম।
এছাড়া এখানকার প্রধান সড়কটি সকাল ১১ টা থেকে এ সংবাদ লেখাকালে (বিকাল ৫ টা) পানিতে ডুবে থাকায় সীমান্ত সড়কের এ অংশে সকল যোগাযোগে বিঘ্ন ঘটে।
অপর দিকে তুমব্রু খালে ভেসে নিখোঁজ হওয়া পঞ্চম শ্রেণির ছাত্র মো:ইমরানকে এখনও উদ্ধার করা সম্ভব হয় নি। তাকে ২ দিন ধরে ডুবুরির দল ও স্বজনরা খুঁজাখুঁজি করে চলেছেন।
নিখোঁজের পরিবার সূত্র জানান,মো: ইমরান নিঁখোজের আগে তুমব্রু খালের তীরে খেলছিল অন্য শিশুদের সাথে।
এক পর্যায়ে খালের ভাঙ্গনে সেও ভেসে যায় ঢলের পানিতে।
সোমবার দেড় টায় এ ঘটনার পর বিকেলে তারা ডুবুরী এনে বিকেল থেকে রাতভর খোঁজাখুঁজি করে। ব্যর্থ হয়ে ফিরে যায় ডুবুরিরা।
মঙ্গলবার (৩০ জুলাই) সকালে তারা পুনরায় আসার কথা থাকলেও আসে নি।
তবে স্বজনরা এখন সন্তানের খুঁজে সচেষ্ট রয়েছে।
স্থানীয়রা জানান,গত ২ দিন ধরে টানা বর্ষণে মিয়ানমার থেকে পাহাড়ি ঢলের পানি দ্বিগুণ বেড়ে গেলে তুমব্রু এলাকার ৫ গ্রাম তলিয়ে যায়।
খালের পানিসহ সর্বত্রে এখন থৈ থৈ পানি।
স্থানীয় তুমব্রু বাজার ব্যবসায়ী আলী আকবর,শাহজাহান ও হোছাইন আহমদ জানান,টানা ২ দিনের বর্ষণে তুমব্রু বাজারের অধিকাংশ তলিয়ে গেছে।
এছাড়া কোনারপাড়া,তুমব্রু স্কুলপাড়া,মধ্যম পাড়া,উত্তর পাড়া ও তুমব্রু পশ্চিমকূলের সমতলের বসতবাড়ি পুরো অংশ আর সীমান্ত সড়কের একটি অংশ পানির নিচে এখন।
যাতে করে এলাকাবাসীর সড়কে যোগাযোগ থেমে গেছে।
অপর দিকে রোববার রাত ও সোমবারের বর্ষণে বিচ্ছিন্ন নাইক্ষ্যংছড়ি -রামু সড়ক যোগাযোগ পুনরায় চালু হয়েছে মঙ্গলবার সকাল থেকে।
তবে নাইক্ষংছড়ি উপজেলার সর্বত্র থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
এছাড়া সড়কের নাইক্ষ্যংছড়ি বিজিবি ব্যাটালিয়ন সংলগ্ন বেইলি ব্রীজটি ঢলের পানিতে নড়বড় হয়ে পড়েছে। যে কোন মুর্হুতে এ সেতুটি ভেঙে পড়তে পারে।
এ বিষয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) আবদুল্লাহ আল নোমান বলেন,বিষয় টি অবহিত হওয়ার পর জেলা অফিসকে জানিয়েছেন তিনি। সাড়া পেলে সহায়তার হাত বাড়াবেন।
এমএ/ জই