শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫

চকরিয়ার ছাত্র নিহতের পরিবারে শেখ হাসিনার আর্থিক সহায়তা

কক্সবাজার প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সহিংসতায় কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের ছাত্র নিহত আহসান হাবিবের (২৩) পরিবারকে সঞ্চয়পত্রসহ আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৮ জুলাই) কক্সবাজার জেলা প্রশাসকের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত আহসান হাবিবের পরিবারকে নগদ আর্থিক সহায়তাসহ সঞ্চয়পত্র প্রদান করেন প্রধানমন্ত্রী।

এ সময় নিহত হাবিবের বাবা-মা ও স্থানীয় চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

জানা যায়, চকরিয়া সরকারি কলেজের ৩য় বর্ষের ছাত্র ও সাবেক ছাত্রলীগের ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব চকরিয়ার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা হেলালের উদ্দিনের ছেলে।

তাদের ২ ভাই ও ২ বোনের একটি অসহায় সংসার। তার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাবার আয়ের উপর ভিত্তি করে সংসার চলে, আর্থিক অবস্থা তেমন ভালো না থাকায় লেখাপড়ার পাশাপাশি নিরুপায় হয়ে হাবিব কক্সবাজারে চাকরি নেন।

গত বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে শহর থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন হাবিব ।

পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

নিহতের পিতা হেলাল উদ্দিন বলেন, আমার ছেলে চাকরির সুবাধে কক্সবাজার থাকতেন। লেখাপড়ার পাশাপাশি একটি বেসরকারি সংস্থায় পার্টটাইম চকরি করতো।

ঘটনার দিন বৃহস্পতিবার রাতে বাসায় ফেরার পথে আন্দোলনের সময় দুর্বৃত্তের গুলিতে সে মারা যায়।

এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, গত রোববার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ১০ হাজার টাকাসহ ১০ লাখ টাকার সঞ্চয়পত্র হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর