মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

সীমান্তের ঘুমধুম পয়েন্টে

মিয়ানমারে পাচারকালে ২ পাচারকারীসহ বিপুল ঔষধ ও ভোজ্য তেল জব্দ

মাঈনুদ্দিন খালেদ, নাইক্ষংছড়ি বান্দরবান

নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম পয়েন্ট দিয়ে মিয়ানমারে পাচারকালে অভিযান চালিয়ে ২ পাচারকারীসহ বিপুল ঔষধ ও ভোজ্য তেল জব্দ করেছে ৩৪ বিজিবির জোয়ানরা।

রোববার (২৮ জুলাই) ভোররাতে ৩৪ বিজিবি অধিন ঘুমধুম বর্ডার অবজারভেশন পোষ্ট (বিওপি) এর জোয়ানরা এ অভিযান পরিচালনা করেন।

তারা সীমান্তের ৩১ পিলার এলাকায় এ অভিযান চালান ।

বিজিবি সূত্র জানান,আভিযানিক দলটি গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্ন রোগের ইনজেকশন, টেবলেট ও ভোজ্য তেল জব্দ করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ২৮ হাজার টাকা।

এ সময় ২ পাচারকারীকেও আটক করেন তারা। যাদেরকে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করে রোববার বিকেলে।

৩৪ বিজিবি অধিনায়ক বিষয়ের সত্যতা নিশ্চিত করেন।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল মান্নান জানান, ২ আসামী সহ ঘুমধুম বিজিবির জোয়ানরা বিপুল পরিমান ঔষধ ও তেল জব্দ করার ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা হচ্ছে।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর