মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

কোটা আন্দোলনে সমর্থন

সীতাকুণ্ডে মহাসড়কে আইআইইউসি শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)’র সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এতে সড়কের উভয় লেনে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কুমিরা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে অন্তত ৬০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের রাস্তা থেকে সরে যাওয়ার জন্য বললেও তাদের অবস্থানে অনড় রয়েছেন শিক্ষার্থীরা ।

বারআউলিয়া হাইওয়ে থানা উপ পরিদর্শক (এসআই) দিপক কুমার সিংহ বলেন, আন্দোলনকারীরা সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে।

এর ফলে উভয় লেনেই বন্ধ হয়ে গেছে যান চলাচল। এখনো আন্দোলনকারীরা রাস্তায় অবস্থান করছে।
এর আগে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা একাধিক ট্রেন আটকে পড়ে দুই পাশে।

চাটগাঁর চোখ/ এইচডি

সর্বশেষ

এই বিভাগের আরও খবর