শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিষ্ফোরণে কাঁপল জামছড়ি গ্রাম

বান্দরবন প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইনের বিকট বিষ্ফোরণে কাঁপল জামছড়ি গ্রাম।

রোববার (১৪ জুলাই) রাত সাড়ে ৯ টায় সীমান্তের ৪৫ ও ৪৬ নম্বর পিলার এলাকায় মিয়ানমার অংশে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন,নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার ছাবের আহমদসহ অনেকে। তিনি আরো বলেন, তার বাড়ী নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি গ্রামে তার বাড়ী।

রাতের এ আওয়াজে বিষয়ে তার এলাকার লোকজন জানান, স্থল মাইনের আওয়াজ ছিল খুবই বড় আকারের বিষ্ফোরণ।

এ ঘটনায় হতাহতের কোন সংবাদ পাওয়া যায় নি। অপর গ্রামবাসী আবদুর রশিদ,ছৈয়দ আলম ও গৃহিনী শামশুন্নাহার বলেন, রোববার রাতে এ প্রতিবেদককে জানান, এ স্থলমাইন বিষ্ফোরণের শব্দ এতো বড় আওয়াজ বিগত কয়েক মাসে তারা এ ধরণের শব্দ সীমান্ত এলাকায় শুনে নি তারা।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি অধিনায়ক লে:কর্ণেল সাহল আহমদ নোবেলের সাথে ফোন ও ক্ষুদে বার্তা পাঠালেও তিনি তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর