মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

অবশেষ তারা গেলেন সমন্বয় সভায়

আনোয়ারা প্রতিনিধি

নিরাপত্তার কারণ দেখিয়ে না যাওয়া চেয়ারম্যানগন শেষ পর্যন্ত যোগ দিলেন আনোয়ারা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায়।

পর পর দুই সভায় অনুপস্থিত ছিলেন তারা।

বৃহস্পতিবার (১১ জুলাই) উপজেলা সম্মেলন কক্ষে আহুত মাসিক সাধারণ সভায় যোগ দেন ইউনিয়নের এক প্যানেল চেয়ারম্যানসহ ১১ ইউপি চেয়ারম্যান। সভা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে জানা যায়।

গত ২৯ মে আনোয়ারায় অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে কাজী মোজাম্মেল হক ও তৌহিদুল হক চৌধুরী প্রতিদ্বন্দ্বী হলেও উপজেলার ১১টি ইউনিয়নের সকল চেয়ারম্যানের অবস্হান কাজী মোজাম্মলের বিপক্ষে ছিল বলে স্হানীয়দের অভিমত।

এরপরও মোজাম্মেলের বিজয় তাদের জন্য অস্বস্তিকর ছিল বলে মনে করেন অনেকেই। তাই নিরাপত্তার কারণ দেখানো- এটা একটা অজুহাত ছিল, পাশাপাশি ছিল একটা অচলাবস্থা তৈরির কৌশলও।

শেষমেশ সভায় যোগদানকে শুভ বুদ্ধির উদয় বলে মনে করেন স্হানীয় জনগন।

সভায় যোগদান প্রসঙ্গে একজন চেয়ারম্যান বলেন, উপজেলা প্রশাসনের আয়োজিত মাসিক সাধারণ সভায় সব চেয়ারম্যানরা উপস্থিত ছিলাম। কোনো ধরনের সমস্যা হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন বলেন, আজকের সভায় সকল ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।সুশৃঙ্খলভাবে সভা অনুষ্ঠিত হয়েছে।

চচ/ এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর