বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রুর ইয়াহিয়া গার্ডেনের চিকনপাতা এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা এবং ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে ৩৪ বিজিবির জোয়ানরা।
বুধবার (১০ জুলাই) দুপুরে কক্সবাজার ১১ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী পিএসপি এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান তিনি।
স্থানীয়রা জানান,গোপনে খবর পেয়ে তুমব্রু বিওপির একদল জোয়ান সকাল ১২ টা থেকে ওৎ পেতে থাকে ইয়াহিয়া গার্ডেনের পাশে চিকনপাতা এলাকায়।
দুপুর দেড়টার দিকে চোরাকারবারী এ দলটি ইয়াবা ও এসব আইস নিয়ে কুতুপালং হয়ে ককসবাজার পাচারকালে তাড়া করলে পাচারকারীরা চিকনপাতা বাগান হয়ে পালিয়ে যায়।
চচ/আরপি