শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

কোটার ক্ষোভ মহাসড়কে

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে আবারও চট্টগ্রাম-রাঙামটি মহাসড়ক অবরোধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বলেন, এদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে শুধু বৈষম্যের বিরুদ্ধে। কোটা পদ্ধতিতে এখনও সেই বৈষম্য বহাল রয়েছে। কোটা পদ্ধতির মাধ্যমে আমাদের উপর জুলুম করা হচ্ছে। এটা সম্পূর্ণ অবৈধ, অন্যায় ও বৈষম্যমূলক সিদ্ধান্ত। এ ছাড়া এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধার অবমূল্যায়ন হচ্ছে। আমরা দ্রুতই এই বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিল চাই।

সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে শহিদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় ও জিরো পয়েন্ট হয়ে ১নং গেটসংলগ্ন চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে গিয়ে শেষ হয়। এরপর মহাসড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ ও অবস্থান করেন শিক্ষার্থীরা।

এদিকে, কোটা পুনর্বহালের আদেশের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর ১টার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি অংশ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের কয়েক কিলোমিটারজুড়ে পরিবহন থেমে থাকতে দেখা গেছে।

পুলিশ জানায়, আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

চাটগাঁর চোখ/ এইচডি

সর্বশেষ

এই বিভাগের আরও খবর