শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

তুমব্রুসহ ৫ গ্রাম জলে থৈ থৈ

টানা ৪ দিনের বৃষ্টিতে টইটম্বুর সীমান্তের নাইক্ষ্যংছড়ি উপজেল ঘুমধুম ইউনিয়নের তুমব্রু ও বহুল আলোচিত কোনারপাড়া সহ ৫ গ্রাম। এছাড়া পাহাড় ধসের ঘটনাও রয়েছে ৪ এলাকায়। ফলে জনদুর্ভোগ বেড়েছে এ সব এলাকায়।

ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন,টানা ৪ দিনের বৃষ্টিতে তার ইউনিয়নের ঘুমধুম উচ্চ বিদ্যালযের বাউন্ডাওয়ালসহ বেশ কয়েকটি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটে। আর ঢলের পানিতে অন্তত ৫ টি গ্রাম তলিয়ে গেছে।
পানিতে তলিয়ে যাওয়া গ্রাম গুলো হলো তুমব্রু,তুমব্রু কোনারপাড়া,মধ্যমপাড়া, বাজার পাড়া ও তুমব্রু পশ্চিমপাড়া।

পক্ষান্তরে পাহাড় ধসে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল ভেঙ্গে মাটির সাথে মিশে গেছে। এছাড়া বাইশফাঁড়ি, হেডম্যান পাড়াসহ ঘুমধুম ইউনিয়নের কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে।
তিনি আরো জানান, মঙ্গলবার ( ২ জুন) সকাল থেকে পাহাড়ি ঢলের কারণে তুমব্রু খালের পানিতে বাংলাদেশ অংশের ৫ গ্রাম টইটম্বুর অবস্থার সৃষ্টি হয়েছে। এ কারণে গ্রাম গুলোর কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছে।

দক্ষিণ ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক জানান,তার বাড়ি তুমব্রু পশ্চিম কূলের পাশে। গত ৪ দিনে প্রবল বর্ষণে ঘুমধুম-তুমব্রু এলাকার সীমান্ত সড়ক পানিতে তলিয়ে গেছে। যোগাযোগে বিঘ্ন ঘটে সারা দিন। এছাড়া ৫ গ্রামের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী আর এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদেরকে অতি কষ্টে পরীক্ষার হলে পৌঁছতে হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন,তিনি বিষয়টি অবগত হয়েছেন। জরুরী ব্যবস্থা নেয়া হয়েছে। তবে উপজেলার অন্যান্য স্থানে পাহাড় ধস ও ঢলের পানিতে ক্ষয়ক্ষতি মঙ্গলবার সন্ধ্যা নাগাদ হয় নি।

চচ/ এমএ

সর্বশেষ

এই বিভাগের আরও খবর