বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহে ওয়াইন্নাল ইলাইহে রাজেউন)।
শনিবার ( ২৯ জুন) সন্ধ্যা ৬ টায় পটিয়ার নিজ গ্রাম মনসা বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
রোববার (৩০ জুন) পুর্ব মনসা তৈয়বিয়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা এবং রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পটিয়ার কৃতী সন্তান এবং ১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম চৌধুরী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।
তিনি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস জাতীয় কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি ও সদ্য বিদায়ী চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষকনেতা অধ্যাপক মো. আবু তাহের চৌধুরীর মেজভাই।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি –বাকশিস চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ সমীর কান্তি দাশ ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন এবং চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবু বকর সিদ্দিকী বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ প্রয়াত আবুল কাশেম চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত ও পরিবার সহ সকলের প্রতি সমবেদনা জানিয়েছেন।
চাটগাঁর চোখ/ এইচডি