মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

বাঙালী প্রতিবন্ধীকে ধর্ষণ করল দুই পাহাড়ি মিলে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে ২ তঞ্চঙ্গ্যা কর্তৃক ১ বাঙালী প্রতিবন্ধীকে যুবতীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসী ১ ধর্ষণে অভিযুক্তকে ধরে পুলিশে দেয়।

ঘটনাটি ঘটেছে ১৯ জুন বুধবার বিকেল ৫ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভাজাবুনিয়া আঙ্গামুরং নামক এলাকায়।

ঘটনার বিবরণে প্রকাশ, তুমব্রু উত্তরপাড়ার আলী হোসের ২২ বছর বয়সী বাকপ্রতিবন্ধী মেয়ের তাহেরা বেগম নিজেদের গৃহপালিত গরু চড়াতে যায় আঙ্গামুরং এলাকায়।
এ সময় স্থানীয় হেডম্যান পাড়ার তঞ্চঙ্গা সম্প্রদায়ের ২ যুবক যথাক্রমে মংসু তঞ্চঙ্গার ছেলে নুনু তঞ্চঙ্গা ( ২৬) ও অপরজন মংসু তঞ্চঙ্গ্যার ছেলে জীবন তঞ্চঙ্গা (২০) এ দু’জন
মিলে তাহেরাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন স্থানীয় কৃষক রশিদ আহমদ ও আবুল হোছাইন।

তারা জানান, মেয়েটির শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসার দৃশ্য দেখে নুনু তঞ্চঙ্গ্যা ঘটনাস্থল থেকে দ্রুত ছটকে পড়লেও অপর অভিযুক্ত জীবন তঞ্চঙ্গ্যাকে তারা ঝাপড়ে ধরে ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের হাতে সোপর্দ করে। পরে তিনি তাকে পুলিশে সোপর্দ করে।

ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ ধর্মজিৎ সিংহ এ প্রতিবেদককে বলেন, ধর্ষণের ঘটনার অভিযোগ পেয়ে ভিকটিম তাহেরা বেগম আর অভিযুক্ত জীবন তঞ্চঙ্গা নামের একযুবককে আটক করা হয়েছে। তাদের ২ জনকেই বুধবার রাত ৮ নাগাদ ঘুমধুম থেকে ৪৮ মাইল দুরের উপজেলা সদরের নাইক্ষ্যংছড়ি থানায় নিয়ে যাওয়া হচ্ছে। মামলা প্রক্রিয়াধিন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত ওসি আমজাদ হোসেন জানান,বিকেলে এ ঘটনা ঘটেছে। তবে ভিকটিম ও আসামীকে ঘুমধুম থেকে থানায় নিয়ে আনা হচ্ছে। বাকী প্রক্রিয়া রাতে শেষ হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর