শুক্রবার, ২১ মার্চ ২০২৫

জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা চলবে

আ. তা. মু. নিজাম উদ্দিন

৫ আগস্টের পর ‘মব জাস্টিটের’ কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের বেতন-ভাতা নিয়মিত রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকরা পদ ফিরে পেতে ও কর্মস্থলে নিরাপত্তার দাবিতে গত কয়েকমাস ধরে জাতীয় প্রেসক্লাব ও অধিদপ্তরের সামনে মানববন্ধন করেছেন। এছাড়া তারা মন্ত্রণালয়, আদালত, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে নিজের অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি যারা নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যেতে না পারছেন না তারা ইএফটিতে নাম তুলতে শিক্ষা অধিদপ্তরে যোগাযোগ করেছেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, গতকাল মন্ত্রণালয় থেকে শিক্ষা অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারদের জানানো হয়েছে, ‘জোরপূর্বক পদত্যাগের পেছনে যাদের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগ রয়েছে তাদের বিষয়ে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে তদন্ত করে প্রতিবেদন দিতে। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর মন্ত্রণালয় যথাযথ নির্দেশনা জারি করবে। তদন্ত প্রতিবেদন আইন ও বিধিবিধান অনুযায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকের বেতন-ভাতা চালু থাকবে।’

এদিকে বেতন-ভাতা চালু রাখার সরকারি সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ভুক্তভোগীদের কয়েকজন প্রধান শিক্ষক বলেন, তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ থাকলে সেটা প্রমাণের পর তারা সরে যাবেন। কিন্তু ‘মবের’ শিকার হয়ে এভাবে আর্থিক কষ্টে পড়াতে কোনো যৌক্তিকতা নেই।
পদত্যাগে বাধ্য হওয়া অধিকাংশ শিক্ষকের অভিযোগ, তারা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে গিয়ে ফাঁকিবাজ ও অসাধু কিছু সহকর্মীর প্রতিহিংসার শিকার হয়েছেন। তবে তারা স্বীকার করেন, কোনো কোনো প্রতিষ্ঠান প্রধান দুর্নীতি স্বজনপ্রীতিতে যে জড়িত ছিলেন না, তাও কিন্তু নয়। তবে তাদের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়া যেত। এভাবে গণহারে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হেনস্থা ও লাঞ্ছনা করার ঘটনা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কালো অধ্যায় হয়ে থাকবে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর