ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চট্টগ্রামের ২৪টি শাখায় ঋণ বিতরণে অনিয়ম পাওয়ার অভিযোগে ২৪ জন ম্যানেজারসহ ১৯৪ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
আলোচিত এস আলম গ্রুপকে বিভিন্ন উপায়ে বিনিয়োগ সুবিধা দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধ এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে। একইসঙ্গে এসব কর্মকর্তাকে আগামী ২১ দিনের মধ্যে তাদের দেয়া ঋণ সমন্বয় করার নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট অঞ্চলের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের সব শাখায় বিশেষ পরিদর্শন শেষে নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে ব্যাংকটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
এর আগে এস আলমের ঋণ জালিয়াতির অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ও পিএস আকিজ উদ্দিনের ভাই খুলশী শাখার ম্যানেজার খুরশিদ আলম তার অপকর্মের দায় স্বীকার করে পদত্যাগ করেছেন।
এছাড়া ব্যাংকটির চট্টগ্রাম উত্তর জোনের প্রধান মো. হাফিজুর রহমানকে প্রত্যাহার করা হলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। একই সময়ে ঢাকায় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা খায়ের ও অডিট ডিভিশনের হেড রফিকুল আলমও স্বেচ্ছায় পদত্যাগ করেন।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম নিজেই। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী সরকারের পতনের পর ব্যাংকটির পরিচালনা পর্ষদে নিয়ন্ত্রণ হারায় এস আলম গ্রুপ।
এরপর বাংলাদেশ ব্যাংককে জানানো হয়, ব্যাংকটি থেকে নামে-বেনামে ৩৫ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন এস আলম। ব্যাংকটির আমানত ৪৫ হাজার কোটি টাকা হলেও ঋণ ৬০ হাজার কোটি টাকা। অন্য ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার নিয়ে সেই টাকাও ফেরত দেয়নি এস আলম গ্রুপ।
এনইউ/জই