রবিবার, ১৫ জুন ২০২৫

স্মার্ট বাস : কার্ড পাঞ্চ করলেই অভিভাকরা জেনে যান সন্তানদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩ এর পুরষ্কারপ্রাপ্ত ‘স্মার্ট স্কুল বাস’ এর অগ্রগতি প্রতিবেদন এবং অংশীজন মতবিনিময় সভা মঙ্গলবার (১৫ অক্টোবর) চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের সভাপতিত্বে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে জুম প্লাটফর্ম এ যুক্ত ছিলেন মোঃ হামিদুল হক, অতিরিক্ত সচিব , জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাগ। এছাড়াও উপস্থিত ছিলেন এস্পায়ার টু ইনোভেট ( a2i) প্রোগ্রামের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান, জিপিএইচ ইস্পাত এর মিডিয়া এডভাইজার জনাব ওসমান গণি, বিআরটিসির ম্যানেজার, স্মার্ট স্কুল বাসের টেকনোলজি পার্টনার, এটুআই মনিটরিং টিমের অন্যান্য সদস্য ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও স্মার্ট স্কুল বাস ব্যবহারকারী বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকবৃন্দ।

স্মার্ট ফিচার সম্বলিত এই স্মার্ট স্কুল বাসগুলোতে শিক্ষার্থীরা মাত্র ৫ টাকা ভাড়ায় যেকোনো দূরত্বে যাতায়াত করতে পারে।কার্ড পাঞ্চ করার সাথে সাথে অভিভাবক এর মোবাইলে তৎক্ষনাৎ এসএমএস নোটিফিকেশন চলে যায়। যার মাধ্যমে অভিভাবকরা তার সন্তানের অবস্থান ট্র‍্যাকিং করতে পারেন।স্মার্ট স্কুল বাসের মাধ্যমে ছাত্রছাত্রীরা নিরাপদে যাতায়াত করতে পারে এবং অভিভাবকগণ দুশ্চিন্তামুক্ত থাকতে পারেন।প্রেসরিলিজ।
এনইউ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর