ফিলিস্তিনি জনগণকে তাদের নিজেদের ভূমি থেকে বাস্তুচ্যুত করার যেকোনো প্রচেষ্টাকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) প্রত্যাখ্যান করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে এই কথা বলেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ভয়েস অফ আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কো রুবিও যখন বুধবার (১৯ ফেব্রুয়ারি) আবুধাবি সফর করছিলেন তখন এই মন্তব্য করেছেন আমিরাতের প্রেসিডেন্ট। ইউএই’এর রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই মন্তব্য প্রকাশ করে বলেছে, প্রেসিডেন্ট গাজায় সংঘাত সম্প্রসারণ রোধ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, তিনি গাজার পুনঃনির্মাণ দুই-রাষ্ট্র সমাধানের সঙ্গে যুক্ত করে সামগ্রিক ও স্থায়ী শান্তির দিকে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন- যা ওই অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করার এক মাত্র উপায়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরিকল্পনার কথা বলেছিলেন যে ফিলিস্তিনিরা গাজা ছেড়ে ওই অঞ্চলের অন্যান্য দেশে চলে যাক এবং যুক্তরাষ্ট্র ওই ফিলিস্তিনি ছিঁটমহলটি পুণনির্মাণ করুক। তবে এরইমধ্যে আরব নেতারা ট্রাম্পের এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, রুবিওর এই সফরটি ছিল একাধিক দেশে সফরের অংশ। গাজা ভূখণ্ডে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চূড়ান্ত সপ্তাহগুলিতে তিনি ইসরায়েল ও সৌদি আরবের নেতাদের সঙ্গেও কথা বলেছেন।
এনইউ/জই
ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার প্রচেষ্টা প্রত্যাখ্যান আমিরাতের
আন্তর্জাতিক ডেস্ক