শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

কলকাতা-আগরতলার দুই কূটনীতিককে ঢাকায় তলব

চাটগাঁর চোখ ডেস্ক

কলকাতা ও আগরতলা মিশনের দুই শীর্ষ কূটনীতিককে ঢাকায় তলব করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপড়েনে ‘উদ্ভূত পরিস্থিতি বুঝতে’ আলোচনা করার জন্য তাদের ঢাকায় ডাকা হয়েছে বলে জানা যায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র ও কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সূত্র জানায়, কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অ্যাক্টিং ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ আশরাফুল শিকদার ও আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মোহাম্মাদকে ঢাকায় ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র জানায়, বৃহস্পতিবারই (৫ ডিসেম্বর) ঢাকায় চলে এসেছেন কলকাতায় মিশনের আশরাফুল শিকদার। যদিও এই বিষয়ে অফিসিয়ালি কোনো বিবৃতি পাওয়া যায়নি।

এদিকে আগরতলার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মোহাম্মদ আগামীকাল শুক্রবার (৬ ডিসেম্বর) ঢাকায় আসবেন বলে সূত্র জানিয়েছে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর