ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তুলনায় কমবেশি ২ পয়েন্টে এগিয়ে। গুরুত্বপূর্ণ বিবেচিত সাতটি ‘ব্যাটল গ্রাউন্ড’ অঙ্গরাজ্যের চারটিতেই সামান্য ব্যবধানে এগিয়ে কমলা। তারপরও নভেম্বরের নির্বাচনে তাঁর বিজয়ের সম্ভাবনা নিয়ে সন্দেহ যাচ্ছে না।
এ কথা বলার প্রধান কারণ, নির্বাচনে কমলা হ্যারিসের প্রবেশের পর ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের মধ্যে যে প্রবল আশাবাদের সঞ্চার হয়েছিল, তা এখন কার্যত এক জায়গায় এসে ঠেকে রয়েছে। বিশেষজ্ঞেরা বলছেন, কমলার পক্ষে অতিরিক্ত সমর্থন আদায়ের জায়গা হয়তো আর নেই বা থাকলেও অতি সামান্য। বর্তমানে জনমত জরিপের এ ফলাফল মার্জিন অব এরর বা ত্রুটির সীমার ভেতর। অর্থাৎ এই জরিপ সত্য হলে কমলা জিততেও পারেন, আবার পরাস্ত হতেও পারেন। আগামী ৫ নভেম্বর হবে সেই পরীক্ষা।
ওয়াল স্ট্রিট জার্নাল–এ প্রকাশিত শুক্রবারের (১১ অক্টোবর) জরিপ অনুসারে জাতীয় পর্যায়ে এগিয়ে থাকলেও সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড অঙ্গরাজ্যগুলোয় কমলার অবস্থা কার্যত অপরিবর্তিত। বিজয় নিশ্চিত করতে তাঁকে নিদেনপক্ষে পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনে কমবেশি যেমন ব্যবধানেই হোক, জিততে হবে। সে ব্যাপারে সন্দেহ জাগছে।
এনইউ/জই