ভারত মহাসাগরে চিনের ক্রমবর্ধমান নৌ তৎপরতার মধ্যে, ভারত এখন তার দ্বিতীয় পারমাণবিক চালিত সাবমেরিন নিয়ে প্ৰস্তুত।
আইএনএস আরিঘাটকে সাজানো হবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে। চিন পাকিস্তানের হুমকি মোকাবেলায়, এটিই হবে ভারতের বিরাট পদক্ষেপ।
টর্পেডো, অ্যান্টি-শিপ এবং ল্যান্ড অ্যাটাক মিসাইল দিয়ে সজ্জিত দু’ টি পারমাণবিক চালিত সাবমেরিনটির দেশীয় নির্মাণের জন্য ৪০,০০০ কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। খবর হিন্দুস্হান টাইমসের।
এই আক্রমণাত্মক অস্ত্রে সজ্জিত সাবমেরিন নির্মাণের প্রকল্প চূড়ান্ত অনুমোদনের পথে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিশাখাপত্তনমের শিপ বিল্ডিং সেন্টারে (এসবিসি) ছয় হাজার টন ওজনের আইএনএস তৈরি করা হয়েছে।
ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা করার পর, প্রযুক্তিগত সমস্যা কাটিয়ে, আনুষ্ঠানিক লঞ্চের জন্য প্রস্তুত ভারতের দ্বিতীয় পারমানবিক চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন অর্থাৎ এসএসবিএন আইএনএস আরিঘাট।
চিন ও পাকিস্তানের হুমকি মোকাবেলায় ভারতের অন্তত ১৮টি ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন, চারটি এসএসবিএন এবং ছয়টি এসএসএন প্রয়োজন।
কিন্তু ভারতে বর্তমানে একটি মাত্র এসএসবিএন রয়েছে। আর চিনের কাছে ইতিমধ্যে ৬০ সাবমেরিন রয়েছে। সেই সংখ্যা আরও বৃদ্ধি করছে দেশটি।
এমন পরিস্থিতিতে আইএনএস আরিঘাটের লঞ্চ ভারতের নৌশক্তিতে সুপ্রভাব ফেলবে। বলা হচ্ছে যে, আইএনএস আরিঘাটকে এক থেকে দুই মাসের মধ্যে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে।
এমএ/ জই