রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করা ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন স্থগিত করে কাজে ফিরেছেন। তারা ৫০ হাজার টাকা ভাতা দাবি করলেও ৩৫ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়। তবে তা পাবেন আগামী ২০২৫-২০২৬ অর্থবছর থেকে। এর আগে তারা এই অর্থবছরের বাকি সময় ৩০ হাজার টাকা করে পাবেন। এতদিন তারা ২৫ হাজার টাকা করে পেতেন বলে জানান।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে তারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
এর আগে ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীরা।
আজ বেলা ১১টা ৩০ মিনিটে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এ সময় ‘ঐক্য ঐক্য, চিকিৎসকদের ঐক্য’ ‘চিকিৎসকদের দাবি মানতে হবে, মেনে নাও’, ‘২৪ এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘দাবি মোদের একটাই ৫০ হাজার ভাতা চাই’, ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এর আগে এফসিপিএস প্রথম পর্ব পাস করা প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা করা হয়। তবে এতেও নারাজ প্রশিক্ষণার্থীরা।
এনইউ/জই