দুই দিনের সফরে শুক্রবার সকালে চট্টগ্রামে এসেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্তলাল সেন। পৌঁছেই তিনি বিকেলে আকস্মিক পরিদর্শন করেন জিইসি মোড় এলাকার বেসরকারি মেডিকেল সেন্টার হাসপাতাল।
এ হাসপাতাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বসার মোহাম্মদ খুরশিদ আল, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) (ভারপ্রাপ্ত) ডা. ইফতেখার আহমদ, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তিনি এ সময় মেডিকেল সেন্টার হাসপাতালে বিভিন্ন কাগজ পত্র যাচাই-বাছাই করেন। রোগী-স্বজনদের সঙ্গে কথা বলেন।
নানা বিষয়ে হাসপাতাল কতৃর্পক্ষকে সতর্ক করেন।
হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ক্ষেত্রে মন্ত্রী নানা অসঙ্গতি দেখতে পান বলে জানা গেছে।
এমএ/ জই