শুক্রবার, ২১ মার্চ ২০২৫

দুই বাজারে টাস্কফোর্সের অভিযান

নিজস্ব প্রতিবেদক

জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্ক ফোর্স অভিযানের অংশ হিসেবে আজ মঙ্গলবার মহানগরীর কর্ণফুলী কমপ্লেক্স, ষোলশহর, চট্টগ্রাম বাজার এলাকায় বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  সাইফুল ইসলাম ভূঞা, সাদমান সহিদ, সুব্রত হালদার, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম। মোবাইল কোর্ট পরিচালনাকালে ০৭ টি ফল ও মাছের দোকানে পণ্যের হালনাগাদকৃত মূল্য তালিকা না থাকার অভিযোগে ‘কৃষি বিপণন আইন ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারায় ০৭ টি মামলায় মোট ৬,৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়। এছাড়াও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানসমূহে বিশেষ নজরদারি করা হয় ও পণ্য মজুতের বিষয়ে বিশেষ সতর্কতা প্রদান করা হয়। এ সময় কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তাসহ চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশ সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

এদিকে, আজ ০৪ মার্চ জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের উদ্যোগে মহানগরীর চৌমুহনী মার্কেটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন তানভীর হাসান তুরান,সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আগ্রাবাদ সার্কেল। মোবাইল কোর্ট পরিচালনাকালে খোলা বিভিন্ন মুদি দোকান, তেলের দোকান, দৈনন্দিন কাঁচা বাজার, ফলের দোকান, মুরগী ও গরুর মাংসের দোকানে মূল্য তালিকা না থাকা, পণ্যের অতিরিক্ত মূল্য নেয়া এবং পণ্যে মোড়ক সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগে ২টি মামলায় ৭,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়। একইসাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহের বিক্রয়ের দোকানসমূহে বিশেষভাবে নজরদারি করা হয় এবং মজুদদারির বিষয়ে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়।

চাটগাঁর চোখ/এমএ

সর্বশেষ

এই বিভাগের আরও খবর