বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

চাকরিচ্যুত ব্যাংক কর্মীর আবেগঘন স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক

এবার ৫৪৫ জন শিক্ষানবিশ কর্মকর্তাকে ছাঁটাই করলো ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক পিএলসি (এফএসআইবি)।

গতকাল বৃহস্পতিবার ব্যাংকটির মানবসম্পদ বিভাগের প্রধান কাউসার উল আলমের স্বাক্ষরিত পত্রে ছাঁটাই করা হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

সপ্তাহের শেষ কর্মদিবসে অফিস থেকে বের হওয়ার আগ মুহূর্তে হঠাৎ বরখাস্তের খবর শুনে ভেঙে পড়েন অনেক কর্মকর্তা। এর মধ্যে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এরকম একটি স্ট্যাটাস ভাইরালও হয়। পাঠকের জন্য লেখাটি হুবহু তুলে দেওয়া হলো- ‘মুহতারাম, আসসালামু আলাইকুম। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তাকদীর এবং রিজিকসহ সবকিছু আল্লাহর তরফ হতে নির্ধারিত হয়।

সম্মানিত ব্যবস্থাপনা পরিষদ, আপনাদের উদার ও মানবিক সিদ্ধান্তের জন্য আল্লাহর কাছে দু-হাত ও দু-চোঁখের অশ্রু দিয়ে দোয়া করছি। আগেকার পর্ষদ লুটপাটকে আড়াল করার জন্য অতিরিক্ত নিয়োগ দিয়ে বীর সেজেছিল। আর আপনারা এসে লুটেরাদের কিছু করতে ব্যর্থ হয়ে ১/২ টাকার কর্মীদের পেটে লাথি দিয়েছেন। ২ টাকার অফিসারদের উপর ক্ষিপ্ত না হয়ে আপানাদের উচিত ছিলো সব লুটেরাদের বের করা।

আমার বাস্তবতার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার সম্মুখীন হয়েছি মাত্র। সাময়িক কষ্ট পাব হয়তো কিন্তু রিজিক আপনাদের হাতে নয় জনাব চেয়ারম্যান ও এ্যাক্টিং এমডি মহোদয়। বরং রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এক্ষেত্রে সুরা হুদের ৬ নং আমার আশার ভিত্তি।

আপনারা বলবেন যথাযত নিয়োগ হয়নি। এক্ষেত্রে একটা কথাই বলব, অনলাইনে আবেদন, পরীক্ষার তারিখ এবং স্থগিতাদেশ অতঃপর কর্তৃপক্ষের মর্জি অনুসারে নিয়োগ দিলো। একইভাবে আপনারও নিয়োগ প্রক্রিয়াকে একটা অজুহাত নিয়েছেন মাত্র। মূলত আপনারা এখন কর্তৃপক্ষ এবং আপনাদের মর্জি ও ক্ষমতা সহায় হলো বিধায় ছাঁটাই করলেন।

সম্মানিত ব্যবস্থাপনা পরিষদ, আমি ব্যক্তিগত ভাবে আপনাদের নিয়োগ নিয়ে প্রশ্ন রাখলাম। আপনাদের লাখ লাখ টাকার বেতন ও আয়েশী/বিলাশী খরচ সংবাদপত্রের লিড নিউজ। আমি ঘরকুনো কোনো ছেলে নয়। কাজে ৩ বা ততোধিক দাপ্তরিক অভিজ্ঞতায় অবগত যে, পানি সবসময় নিচের দিকে গড়ায়।

বিপ্লব পরবর্তী দেশের ব্যাংক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মুহুর্তে আজকের ছাঁটাইকৃত কর্মকর্তারাই বুক-পিঠ দিয়ে অগ্রণী ভূমিকা রেখেছে।

যদি এই ঘটনায় ন্যূনতম কষ্টের নিঃশ্বাস আসে আর যদি সেই নিঃশ্বাস আল্লাহর দরবারে কারো কর্মফল হিসাবে গণ্য হয় তাহলে মহান আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি যে, পূর্বের লুটেরা ও বর্তমান চট্টগ্রাম বিদ্বেষী পর্ষদের উপরে নিপতিত করবো। অনির্বায সত্য কিয়ামত দিবসেও ক্ষমা করবো না।

জনাব চেয়ারম্যান মহোদয় আপনার জন্য প্রতিদিন জায়নামাজে দোয়া করি। আল্লাহ তায়ালা আপনার আইকনিক লিডারশিপ দিয়ে যেন এই প্রতিষ্ঠানের সাফল্য নিশ্চিত করতে পারেন। আপনি সময় ও সভ্যতার মাপে এভাবেই মানবিক হয়ে বেঁচে থাকুন।

সর্বোপরী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক-এর উত্তরোত্তর সফলতা কামনা করি। আল্লাহ হাফেজ
নিবেদক; আপনাদের বিদায়ী দুশমনে চাটগাইয়া।’

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর