চট্টগ্রামের ইলেক্ট্রনিকস সামগ্রীর অত্যাধুনিক শপিং মল সিস্টেম ইম্পেরিয়াল কমপ্লেক্সে পণ্য কিনে আকর্ষণীয় সব পুরষ্কার জিতে নিয়েছেন ভাগ্যবান ক্রেতারা।কণ্ঠশিল্পী রবি চৌধুরীর হাত থেকে পুরষ্কার গ্রহণে ছিল অন্যরকম আমেজ।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বর্ণাঢ্য এ আয়োজনে সিস্টেম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল আজিম বলেন এ শপিংমল গড়ার মূল উদ্দেশ্য হলো এক ছাদের নিচে মানসম্পন্ন ইলেকট্রনিকস সামগ্রীর চাহিদা পূরণ, সেবা ও সুবিধা প্রদান।তিনি বলেন পণ্য কেনাকাটায় অভাবনীয় সাড়া মিলেছে।ক্রেতাদের চাহিদা পূরণ ও অধিকতর সুবিধা প্রদানের এধরণের আয়োজন অব্যাহত থাকবে।
পুরো অনুষ্ঠান ছিল ক্রেতা সমাগমে মুখর।লটারিতে পুরষ্কার বিজয়ীরা শিল্পী রবি চৌধুরীর হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন।মোবাইল, কম্পিউটার ও ইলেকট্রনিকস সামগ্রী কিনে লটারিতে বিজয়ী ক্রেতারা পেয়েছেন মোটর সাইকেল,ফ্রিজ ও ল্যাপটপের মতো আকর্ষণীয় সব পুরষ্কার। অনুষ্ঠানে শপিংমলের দোকান মালিক, কর্মী, সিস্টেম গ্রুপের কর্মকর্তা কর্মচারীসহ সুধীজন উপস্থিত ছিলেন।
প্রেস রিলিজ।