আন্দোলনের প্রেক্ষিতে বন্দরে প্রাইম মুভার শ্রমিকদের চূড়ান্ত নিয়োগপত্র দিতে সম্মত হয়েছেন মালিকরা। ফলে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগদানের ঘোষণা দিয়েছেন।
বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টা থেকে ধর্মঘট স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড ও ড্রামট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ।
তিনি জানান, আমাদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদ্যোগে সমঝোতার প্রেক্ষিতে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে ।
বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, প্রাইম মুভার ও ফ্ল্যাট বেড ওনার্স অ্যাসোসিয়েশনের মালিকপক্ষ ও শ্রমিক পক্ষের মধ্যে নিয়োগপত্র নিয়ে বিদ্যমান সমস্যার সমঝোতা হয়েছে।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পক্ষের সমন্বয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য কমোডর ফয়সাল ফয়েজ, চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো: গিয়াস উদ্দিন, শ্রম পরিদর্শক বিশ্বজিৎ শর্মা। এছাড়া কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম বন্দরের প্রাইমমুভার ও ফ্লাটবেড এর মালিক শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ এবং অন্যান্য সরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, বুধবার (৩০ অক্টোবর) ভোর থেকে কর্মবিরতির কারণে আমদানি-রপ্তানির পণ্যভর্তি কনটেইনার ডিপোতে আনা-নেওয়ার কাজ বন্ধ। তবে বন্দরের ভেতরে জেটির জাহাজ, ইয়ার্ড ও টার্মিনালে কনটেইনার লোড-আনলোড, স্থানান্তর কার্যক্রম স্বাভাবিক ছিল।
বেসরকারি পরিবহন সংস্থার মালিকানাধীন প্রাইমমুভার ট্রেইলার চালক ও সহকারীদের নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র ও সরকার ঘোষিত নিম্নতম মজুরি প্রদান, শ্রমঘণ্টা বাস্তবায়ন ইত্যাদি বাস্তবায়নের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়।
এনইউ/জই