চাহিদা মাফিক গ্যাস পেয়ে দীর্ঘ আট মাস পর পুরোদমে উৎপাদন শুরু করেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।
রোববার দিবাগত রাত পৌনে একটার সময় ইউরিয়া উৎপাদন শুরু হয় কারখানাটিতে।
এর আগে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে যান্ত্রিক ত্রুটি ও গ্যাস–সংকটের কারণে কারখানায় উৎপাদন বন্ধ ছিল। একই কারণে গতবছরও মাত্র পাঁচদিন কারখানাটি ইউরিয়া উৎপাদন করতে সক্ষম হয়েছিল।
কারখানা সূত্র জানায়, ৩ অক্টোবর গ্যাস সরবরাহ পায় সিইউএফএল। তবে সব প্রক্রিয়া শেষে রোববার দিবাগত রাতে পুরোদমে উৎপাদনে যায় কারখানাটি। পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য সম্পূর্ণ গ্যাসনির্ভর এ কারখানায় দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়।
বাংলাদেশে ইউরিয়ার চাহিদা বছরে প্রায় ২৬ লাখ মেট্রিক টন। তার মধ্যে সিইউএফএলসহ বিসিআইসির অন্যান্য কারখানা প্রায় ১০ লাখ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করে। অবশিষ্ট ১৬ লাখ মেট্রিক টন ইউরিয়া উচ্চ মূল্যে আমদানি করতে হয়।
উল্লেখ্য, ১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ পারে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় সার কারখানাটি প্রতিষ্ঠা করা হয়। কারখানা চালু হওয়ার সময় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন এবং বার্ষিক ৫ লাখ ৬১ হাজার মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের ক্ষমতা থাকলেও বর্তমানে দৈনিক ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদিত হচ্ছে। পাশাপাশি দৈনিক ৮০০ মেট্রিক টন এবং বার্ষিক ৩ লাখ ১০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন করতে পারে সিইউএফএল।
এনইউ/জই