দেশের উদীয়মান শিল্পগ্রুপ সিস্টেম গ্রুপের চেয়ারম্যান মো. ফজলুল আজিম জাতিসংঘ সাধারণ পরিষদের “সামিট অব দ্য ফিউচার”-এ যোগদানের জন্য আমন্ত্রণ পেয়েছেন।জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর শুরু হবে। উচ্চ পর্যায়ের সাধারণ আলোচনা শুরু হবে২৪ সেপ্টেম্বর। আর সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে বৈশ্বিক সুশাসনে যে চ্যালেঞ্জ তৈরী হয়েছে তা নিয়ে আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর “সামিট অব দি ফিউচার” অনুষ্টিত হবে।
জাতিসংঘ আয়োজিত মর্যাদাপূ্র্ণ এ সামিটে মো.ফজলুল আজিম গ্লোবাল ওয়ান ২০১৫ এর ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করবেন।শীর্ষ বিশ্ব নেতৃবৃন্দের এ সামিটে যোগ দেয়ার কথা রয়েছে।
সাতকানিয়ার কান্চনার তরুণ এ শিল্পপতি দীর্ঘদিন বিদেশে আবাসনসহ বিভিন্ন সেক্টরে ব্যবসায় সম্পৃক্ত ছিলেন।দেশে ফিরে তিনি চট্টগ্রামে বিশেষায়িত ইলেক্ট্রনিক্স শপিংমল “সিস্টেম ইম্পেরিয়ালসহ” বিভিন্ন বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন।
সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্টিত জিএমবিএফ সামিটে যোগদানকালে একটি বিদেশী বাণিজ্য প্রতিনিধিদল সিস্টেম গ্রুপের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।
আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৪ তিনি নিউইয়র্কের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবেন। সিস্টেম গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মিসবাহ উদ্দীন কাদেরীও আমন্ত্রিত ডেলিগেট হিসাবে সামিটে যোগ দিচ্ছেন।
প্রেস রিলিজ