মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

এস.আলমের সাথে ইআরএল ইউনিট-২ প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল

চাটগাঁর চোখ ডেস্ক

এস আলম গ্রুপ ও ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ইউনিট-২ প্রকল্পটি বাস্তবায়ন প্রস্তাব বাতিল করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।

আজ বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইআরএলের প্রস্তাবিত ‘ইন্সটলেশন অব ইআরএল ইউনিট-২’ প্রকল্পটি এস আলম গ্রুপের মধ্যে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগী চুক্তির আওতায় বাস্তবায়ন প্রস্তাব বাতিল করা হলো।

একই সঙ্গে প্রকল্পটির ডিপিপি বৈদেশিক মুদ্রার হালনাগাদ রেট অনুযায়ী প্রাক্কলন এবং সমস্ত ক্রয় পরিকল্পনা পিপিআর-২০০৮ অনুযায়ী প্রণয়নপূর্বক পরিকল্পনা কমিশনে পুনর্গঠিত ডিপিপি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বেসরকারি গ্রুপ এস আলম সরকারি প্রতিষ্ঠান বিপিসির মালিকানাধীন তেল শোধনাগার সংস্থা ইআরএলের দ্বিতীয় ইউনিট প্রকল্প বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করে চিঠি দেয় সরকারকে।

এর আগে এই প্রকল্পপটি ফ্র্যান্সের টেকনিপের অর্থায়ন ও কারিগরিতে নির্মাণ হওয়ার কথা ছিল। এ জন্য প্রায় ১০ বছর কাজ চলে। প্রায় দেড় হাজার কোটি টাকা খরচও করে সরকার।

এরপর টেকনিপ অর্থায়ন করবে না বলে প্রকল্প থেকে সরে দাঁড়ায়। এ সুযোগে এস আলম প্রকল্পে বিনিয়োগ করার কথা বলে মালিকানা দাবি করে।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর