মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

চেম্বারের পদ থেকে সরে গেলেন তরফদার রুহুল আমিন

নিজস্ব প্রতিবেদক, চাটগাঁর চোখ

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি পদ থেকে সরে গেছেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।

বুধবার (২৮ আগস্ট) সকালে চট্টগ্রাম চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০২৩ সালের ৬ আগস্ট চেম্বারের পরিচালক হিসেবে তাকে নির্বাচিত করা হয়।

৮ আগস্ট তাকে জ্যেষ্ঠ সহ সভাপতির দায়িত্ব দেওয়া হয়। কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকে এখন অবদি চট্টগ্রামের ব্যবসায়িক সমস্যাগুলো নিষ্পত্তি ও তাদের কাঙ্খিত প্রত্যাশাগুলো পূরণের ইচ্ছে থাকা স্বত্তেও তা পূরণে ব্যর্থ হন।

এছাড়া সাম্প্রতিক বন্যা পরিস্থিতে ব্যবসায়ীদের জন্য চট্টগ্রাম চেম্বার কোনো অবদান রাখতে পারেনি।

চেম্বারের সচিব প্রকৌশলী মো. ফারুক বলেন, ‘আমরা জেনেছি, সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন সাহেব পদত্যাগ করছেন।-এই মর্মে তিনি চেম্বার প্রেসিডেন্টকে একটি চিঠি দিয়েছেন।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর