পরিবর্তন এসেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান পদে। নতুন চেয়ারম্যান হয়েছেন রোকসানা জামান চৌধুরী। তিনি সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বোন। আগের চেয়ারম্যান রুকমিলা জামানের ননদ।
বুধবার নতুন চেয়ারম্যান হিসেবে ওয়েবসাইটে রুকমিলার পরিবর্তে জাবেদের বোন রোকসানার নাম ও পরিচয় দেওয়া হয়েছে।
জাবেদ ও রোকসানার পিতা প্রয়াত রাজনীতিবিদ আক্তারুজ্জামান চৌধুরী বাবু ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত প্রথম প্রজন্মের ব্যাংক ইউসিবির একজন উদ্যোক্তা ও পরিচালক ছিলেন।
সাবেক ভূমিমন্ত্রী জাবেদ এবং তার স্ত্রী ইউসিবির সাবেক চেয়ারম্যান রুকমিলার ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বিএফআইইউএর নির্দেশনার মধ্যে ইউসিবির শীর্ষ পদে এ বদল এল।
পর্ষদ সভায় কবে রোকসানাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তা জানা যায়নি।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর সরকারের পালাবদলের ডামাডোলের হাওয়া লাগে ইউসিবিতেও।
এমএ/ জই