শুক্রবার, ২১ মার্চ ২০২৫

পর্দায় সফল, প্রেমে অসফল তামান্না-বিজয়

বিনোদন ডেস্ক

বলিউডে ‘পাওয়ার কাপল’ তকমা পেয়েছিলেন এই জুটি। কথা ছিল খুব শীঘ্রই চার হাত এক হবে। ২০২৫ সালেই নাকি বিয়ে করছেন তারকারা। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। মুম্বই শহরে নাকি নতুন ঠিকানার খোঁজ করছিলেন তমন্না ভাটিয়া ও বিজয় বর্মা। কিন্তু হঠাৎই যেন ছন্দপতন। পথ আলাদা হল দুই তারকার! সপ্তাহখানেক হল নাকি সম্পর্ক ভেঙেছেন তাঁরা। তবে বিচ্ছেদ মানেই মুখ দেখাদেখি বন্ধ, এমন নয়। কোন পরিচয়ে একে অপরের জীবনে রয়ে যাবেন তাঁরা?
কর্মক্ষেত্রে সময়টা ভালই যাচ্ছে তমন্নার। যে গানেই নাচছেন তা-ই ‘হিট’। যদিও গত বছরের শেষে ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’ গানে তমন্নার নাচ যেন হিল্লোল তোলে আসমুদ্রহিমাচল। কাজের অভাব নেই বিজয়েরও। গত বছর মণীশ মলহোত্রের বাড়ির দীপাবলির অনুষ্ঠানে তাঁদের ছবি দেখে অনেকেই তাঁদের জুটিকে প্রশংসায় ভরিয়ে দেন। সর্বত্রই বিজয়কে দেখা গিয়েছে প্রেমিকার খেয়াল রাখতে। কিন্তু কেন ভাঙল তাঁদের প্রেম, তা নিয়ে এখনও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। প্রেম ভাঙলেও একে অপরের বন্ধু হয়ে থাকবেন বলে মত দুই তারকার।

সূত্র: আনন্দ বাজার।

এনইউ /জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর