ঢাকার ধানমন্ডি এলাকা থেকে আটক অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী ও সোহানা সাবাকে ‘পরিবারের জিম্মায়’ ছেড়ে দেওয়া হয়েছে।
‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে আটক করার পর গোয়েন্দা পুলিশের হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
সেখান থেকেই শুক্রবার বিকাল ৫টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।
তবে জিজ্ঞাসাবাদে কী জানা গেল- সেসব বিষয়ে কোনো তথ্য দেননি পুলিশ কর্মকর্তারা। শাওনকে ‘হাসপাতালে ভর্তির’ যে গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, সেটি সঠিক নয় বলেও ডিএমপির একজন মুখপাত্র জানান।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে মেহের আফরোজ শাওনকে এবং এর কয়েক ঘণ্টা পর রাত ১টার দিকে সোহানা সাবাকে ধানমন্ডি থেকে হেফাজতে নেওয়ার কথা জানায় ডিবি পুলিশ।
চাটগাঁর চোখ/এমএ/যামি