দীর্ঘ ৮ বছর পর আবারো গানের একক অ্যালবাম নিয়ে এলেন কণ্ঠশিল্পী এলিটা করিম। তার এবারের অ্যালবামের নাম ‘চিনি দেড় চামচ’। অ্যালবামটিতে গান রয়েছে চারটি। স্পটিফাইতে সব কটি গান পাওয়া গেলেও ইউটিউবে আছে দুটি গান। পর্যায়ক্রমে বাকি দুটি গানও প্রকাশ করা হবে বলে জানা যায়।
নতুন অ্যালবামের প্রকাশনা উপলক্ষে গত ২৪ ডিসেম্বর ঢাকার গুলশানে একটি রেস্টুরেন্টে ভিন্নধর্মী একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শহীদ মাহমুদ জঙ্গী, নকীব খান, পিলু খান, বাপ্পা মজুমদার, কনা, জয় শাহরিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এলিটা বলেন, ‘এই অ্যালবামের গানগুলোর ভাবনা, চিন্তা— জঙ্গী ভাই ও পিলু ভাইয়ের। তারাই এই অ্যালবাম তৈরির পেছনে আমাকে উৎসাহ, অনুপ্রেরণা দিয়েছেন। যখন তাঁরা গান বানানো শুরু করেছেন, আমাকে দিয়ে গাওয়াচ্ছেন—তখনো কোনো অ্যালবামের পরিকল্পনা ছিল না। আমিও ভাবলাম, তাঁরা অগ্রজ মানুষ, বলছেন, তাই বাপ্পাদার স্টুডিওতে কণ্ঠ দিয়ে যাচ্ছি। তিনটা গান রেকর্ডের পর আমিই বললাম, আরেকটা গান যদি করি, চারটা গান নিয়ে একটা ডিজিটাল ইপি অ্যালবাম করা যায়। তখন জঙ্গী ভাই ‘চিনি দেড় চামচ’ গানটা লিখলেন। আমার কাছেও বেশ মজার লেগেছে। অ্যালবামের টাইটেলও তাঁর দেওয়া।’
আজব রেকর্ডস থেকে প্রকাশিত ‘চিনি দেড় চামচ’–এর গানগুলোর শিরোনাম ‘প্রেম হবে দিন শেষে’, ‘চিনি দেড় চামচ’, ‘ভালোবাসি’ ও ‘প্রজাপতি’। সব কটি গানের শব্দ সংমিশ্রণ করেছেন আমজাদ হোসেন। গানগুলো আইটিউনস, স্পটিফাই, অ্যামাজন, ডিজার ও স্বাধীন মিউজিকসহ পৃথিবীজুড়ে সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে। প্রকাশনা অনুষ্ঠানে ‘প্রেম হবে দিন শেষে’ গানের ভিডিও সবার সামনে দেখানো হয়।
উল্লেখ্য, দুই দশকের বেশি সময় ধরে এলিটার গানের জগতে আছেন। এ সময়ে তিনি এককভাবে যেমন গেয়েছেন, তেমনি ব্যান্ডে করেছেন পারফর্ম। তবে খুব বেশি অ্যালবাম তার বের হয়নি।
২০১৫ সালে নিজের নাম দিয়ে তিনি প্রথম অ্যালবাম ‘এলিটা’ বের করেন। এরপর ২০১৬ সালে ‘চলো উৎসবে’ শিরোনামে দ্বিতীয় অ্যালবাম বের হয় এলিটার। সর্বশেষ গত ২৪ ডিসেম্বর তাঁর তৃতীয় একক অ্যালবাম ‘চিনি দেড় চামচ’ নিয়ে হাজির হন জনপ্রিয় এই শিল্পী।
এনইউ/জই