বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

অভিষেক ঐশ্বরিয়া, মাঝে নিমরত!

চাটগাঁর চোখ ডেস্ক

বিচ্ছেদের পথে অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন। জল্পনা, বনিবনার অভাবেই নাকি ভাঙন ধরেছে দাম্পত্যে। তবে আরও একটি গুঞ্জনও রয়েছে। অভিষেকের সঙ্গে অভিনেত্রী নিমরত কৌরের ঘনিষ্ঠতাই নাকি ঐশ্বর্যা-অভিষেকের বিচ্ছেদের কারণ। যদিও এই নিয়ে কেউই কোনও মন্তব্য করেননি এখনও।
২০২২-এ ‘দসভি’ ছবির শুটিং থেকেই নাকি অভিষেক ও নিমরতের ঘনিষ্ঠতা। তাঁদের বেশ কিছু সাক্ষাৎকারও এই মুহূর্তে সমাজমাধ্যমে ভাইরাল। এই ছবির প্রচারের সময় নাকি অভিষেকের সঙ্গে সময় কাটাতে পেরে আনন্দ পেয়েছিলেন নিমরত, নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী।

খাওয়াদাওয়া নিয়ে নাকি অভিষেকের বিশেষ আগ্রহ রয়েছে। কোন শহরের কোন গলিতে কী খাবার পাওয়া যায়, সে সব নাকি জুনিয়র বচ্চনের নখদর্পণে। নিমরত এক সাক্ষাৎকারে বলেছিলেন, “‘দসভি’র প্রচারের সময় খুব মজা পেয়েছিলাম। অভিষেক খাওয়াদাওয়া সম্পর্কে অনেক কিছু জানে। ও নিজেও খেতে ভালবাসে। কোন রেস্তরাঁ থেকে কী খাবার আনাতে হবে, সব কিছু জানে ও। তাই সেই অভিজ্ঞতা খুব ভাল ছিল।”
বিচ্ছেদ ঘোষণা করেও ফের মিলন! দাম্পত্য জোড়া লাগছে এআর রহমান ও সায়রা বানুর?
‘দসভি’ ছবির সময় অভিষেক-ঐশ্বর্যার দাম্পত্যের মেয়াদ প্রায় ১৫ বছর। এ কথা শুনে খানিক অবাক হয়েছিলেন নিমরত। অভিষেকের ১৫ বছরের সুখী দাম্পত্যের জন্য প্রশংসা করেছিলেন সাক্ষাৎকারের সঞ্চালকও। এ কথা শুনে অবাক হয়ে নিমরত বলেছিলেন, “১৫ বছর!” অভিষেক মন্তব্য করেন, “হ্যাঁ দীর্ঘ ১৫ বছর। ২০০৭ থেকে ২০২২।” অবাক ভঙ্গিতেই নিমরত উত্তর দেন, “অসাধারণ।”
সম্প্রতি তাঁকে ও অভিষেককে নিয়ে তৈরি হওয়া গুঞ্জন নিয়েও মন্তব্য করেছেন নিমরত। তাঁর কথায়, “আমি যা খুশি করি, লোকে কথা বলবেই। এ সব গসিপ বন্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি আমার কাজে মনোনিবেশ করেছি।”

সূত্র: আনন্দবাজার

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর