সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

এ আর রহমানের পথে হাঁটলেন তার নারী গিটারিস্টও

বিনোদন ডেস্ক

এ আর রহমানের ঘর ভাঙার খবরের রেশ না কাটতে নতুন আরেকটি খবরে তোলপাড় সামাজিক মাধ্যমে। তার টিমের নারী সদস্য গিটারিস্ট মোহিনী দে’রও সংসার ভেঙেছে। ইন্ডিয়া টুডেসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ করেছে।

পোস্টে বলা হয়, ভারাক্রান্ত হৃদয়ে আমি আর মার্ক ঘোষণা করছি যে আমরা আলাদা হয়েছি। প্রথমত, আমাদের বন্ধু এবং পরিবারের প্রতি প্রতিশ্রুতি হিসেবে জানাই এটি আমাদের পারস্পরিক বোঝাপড়া। যদিও আমরা এর পরেও দারুণ বন্ধু থাকছি। কিন্তু আমরা দু’জনেই জীবনে ভিন্ন জিনিস চাই এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি বিচ্ছেদের। তবে মার্ক-মোহিনীর হাতে রয়েছে বেশকিছু প্রকল্প। যেগুলোতে একসঙ্গে কাজ করছিলেন তারা। এই বিচ্ছেদ সেসবে কোনো ব্যাঘাত ঘটবে না উল্লেখ করে এ বেজিস্ট লেখেন, ‘একসঙ্গে কাজ অদূর ভবিষ্যতে থামছে না।’

মোহিনী কলকাতার মেয়ে। তিনি এ আর রহমানের টিমের একজন সদস্য। দেশ-বিদেশে রহমানের সঙ্গে ৪০টির মতো শোয়ে অংশ নিয়েছেন ২৯ বছর বয়সী এ গিটারিস্ট।

সূত্র: ইন্ডিয়া টুডে

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর