রবিবার, ১৫ জুন ২০২৫

উত্তেজনা ও রহস্যের ‘রঙিলা কিতাবের’ মুক্তি ৮ নভেম্বর

বিনোদন ডেস্ক

আলোচিত অভিনেত্রী পরীমনি অভিনীত ও অনম বিশ্বাস পরিচালিত হইচই অরিজিনাল সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ নভেম্বর। ঢালিউড অভিনেত্রী পরিমনি এই প্রথম কোনো ওয়েব সিরিজে কাজ করলেন।

রঙিলা কিতাবের অফিসিয়াল পোস্টারটি ভালোবাসা, রহস্য ও উত্তেজনায় ভরপুর। কিঙ্কর আহসানের লেখা রঙিলা কিতাব উপন্যাস ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি।
সম্প্রতি হইচইয়ের সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল পোস্টার পোস্ট করার মধ্য দিয়ে জানানো হয় সিরিজটির মুক্তির তারিখ। সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি ও মোস্তাফিজ নুর ইমরান।
পোস্টারটিতেও দেখা গেছে তাদের দুজনকে। নায়কের একহাতে বন্দুক আরেক হাতে জড়িয়ে ধরে আছেন নায়িকাকে। সেই সঙ্গে নায়িকারও চোখেমুখে ভয় ও গুটিসুটি মেরে নায়কের বুকে যেন খুঁজছেন আশ্রয়।
এ বিষয়ে অভিনেত্রী বলেন, প্রতিটি প্রথম অনুভূতি, প্রথম স্মৃতি সবার জন্যে সব সময় স্পেশাল। সেই রকমই আমার প্রথম ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। তিনি বলেন, এটি সম্ভব হয়েছে হইচইয়ের কারণে। শুটের শুরুর দিন থেকেই আমি বেশ এক্সাইটেড ছিলাম। এটি আমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। শুটিংয়ের সময় আমার সহ-অভিনেতা ও টিমের সব সদস্যের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সবাই খুব হেল্পফুল ছিল। এখন দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার সময়।
এ বিষয়ে মোস্তাফিজ নুর ইমরান বলেন, ‘রঙিলা কিতাব’-এর জন্য আমরা সবাই নিজ নিজ স্থান থেকে আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করেছি। এখন কাজটি মুক্তির অপেক্ষাতে আমরা।
এ ওয়েব সিরিজের পরিচালক অনম বিশ্বাস বলেন, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের গল্প হলো রঙিলা কিতাব। গল্পটাকে এমনভাবে বলার চেষ্টা করেছি, যাতে দর্শকরা কানেক্ট করতে পারে। এই সিরিজটি তৈরি করতে গিয়ে আমরা শুধু বিনোদন নয়; বরং একটি বার্তা দিতে চেয়েছি। আমার বিশ্বাস, রঙিলা কিতাব দর্শকদের মুগ্ধ করবে আর তাদের মনে একটি বিশেষ জায়গা করে নেবে।
এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর