সৌদি আরবে হতে যাচ্ছে মেটালিকার কনসার্ট। ১৪ ডিসেম্বর দেশটির সবচেয়ে বড় সংগীত উৎসব সাউন্ডস্ট্রম মিউজিক ফেস্টিভ্যালে গাওয়ার ঘোষণা দিয়েছে হেভি মেটাল ব্যান্ড মেটালিকা।
ইনস্টাগ্রামের এক পোস্টে যুক্তরাষ্ট্রের ব্যান্ডটি জানিয়েছে, ‘২০২৩ সাল এখনো শেষ করিনি, এর মধ্যে আমাদের সামনে দারুণ এই সুযোগ এসেছে। বিশ্বের এই প্রান্তে আমরা শো করিনি, খুব একটা যাওয়াও হয়নি।’
সাউন্ড স্ট্রীম মিউজিক ফেস্টিভ্যালে প্রথম হার্ড রক ব্যান্ড হিসেবে গাইবে মেটালিকা। সৌদি আরবের রাজধানী রিয়াদে ১৪ থেকে ১৬ ডিসেম্বর তিন দিনের উৎসবের আয়োজন করছে মিডল বিস্ট মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি।
উৎসবের উদ্বোধনী রাতে পরিবেশনা নিয়ে মঞ্চে থাকবে মেটালিকা। ‘এম ৭২’ নামে মেটালিকার বৈশ্বিক সংগীতসফরের অংশ হিসেবে এই শোতে থাকছে জনপ্রিয় ব্যান্ডটি। ব্যান্ডের একাদশতম অ্যালবাম ৭২ সিজনস–এর সঙ্গে মিলিয়ে সংগীতসফরের নামকরণ করেছে মেটালিকা।
মেটালিকা ছাড়া এই উৎসবে ক্রিস ব্রাউন, ফারেল উইলিয়ামস, ডেভিড গুয়েটাসহ বেশ কিছু বিশ্ব তারকাকে এই উৎসবে পাওয়া যাবে। এলিসা, হাকিম, মজিদ আল মোহানদিস, ওমাইমা তালেব, ডালিয়া মুবারাকম রুবি, ন্যান্সি আজরাম, আহমেদ সাদসহ বেশ কিছু আরব তারকাও থাকছেন।