মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

‘উরাধুরা’র নয়া রেকর্ড

বিনোদন ডেস্ক :

শাকিব খান অভিনীত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘তুফান’ সিনেমার গান ‘লাগে উরাধুরা’ নতুন রেকর্ড গড়েছে। গানটি প্রকাশের পরই ইন্টারনেটে ঝড় তুলেছিল।

ইউটিউবে বাংলাদেশের ট্রেন্ডিং তো বটেই, গ্লোবাল ট্রেন্ডিংয়েও উঠে আসে প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরার গানটি। এবার গানটি ছাড়িয়ে গেল আরো বড় মাইলফলক।

ইউটিউবে শুধু চরকির চ্যানেলেই দুই মাসে এর ভিউ ছাড়িয়ে গেছে ১০০ মিলিয়ন বা ১০ কোটি, যা বাংলা সিনেমার গানের ক্ষেত্রে নতুন রেকর্ড।

গানটির ভিউ ১০ কোটি ছাড়িয়ে গেছে। ভারতের এসভিএফ চ্যানেলে গানটির ভিউ তিন কোটি দশ লাখ ছাড়ালো। এর আগে কনার গাওয়া ‘দুষ্টু কোকিল’ দুটি চ্যানেল মিলিয়ে দ্রুততম সময়ে (২৩ দিন) ১০ কোটি ভিউ পার করেছিল।

গানটির পর্দায় পারফরম করেছেন শাকিব খান ও মিমি চক্রবর্তী। সঙ্গে চমক হিসেবে হাজির হয়েছেন প্রীতম ও নির্মাতা রায়হান রাফী।

চচ/আরপি

সর্বশেষ

এই বিভাগের আরও খবর