এবারের ঈদে রায়হান রাফি পরিচালিত শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত ‘তুফান’ সিনেমাটি মুক্তির পরে সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছে।
শুধু দেশেই নয়, শাকিব খানের ‘তুফান’ সিনেমাটি ভেঙে দিয়েছে সীমানার কাঁটাতার। দুই বাংলা কোমর দুলিয়ে নাচছে সিনেমাটির দুষ্টু কোকিল গানের সুরে।
ইউটিউবে দেখেছে ৮ কোটি দর্শক। এ গানে পর্দায় শাকিবের সঙ্গে নেচেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে।
পর্দা ভাগ করতে গিয়ে শাকিবের সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিং খান সম্পর্কে একটি ধারনা হয়েছে মিমির। ভারতীয় সংবাদমাধ্যমকে এক কথায় বলেছেন শাকিব সম্পর্কে। তার কথায়, “শাকিব বেশ আন্তরিক”
মিমিকে নিয়েও কৌতূহলী ছিলেন শাকিব। নায়িকা জানান, কাজ করার সঙ্গে সঙ্গে নিজেদের ধর্মের ভিন্ন-অভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন তারা। মিমি এখন নিরামিষ খান। সেই নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন শাকিব।
কিন্তু শাকিব যখন বন্দুক দেখিয়ে নাচতে বললেন? প্রশ্ন শুনেই হেসে ওঠেন ‘বোঝে না সে বোঝে না’র নায়িকা।
জানান, ছবির কোনো দৃশ্যে প্রেমিক যখন কোনো অন্য পুরুষকে কাছে ঘেঁষতে দেয় না, বন্দুক নিয়ে পৌরুষত্ব দেখায়, সেই নাটকীয়তা তার বেশ লাগে।
নব্বই দশকের গ্যাংস্টারের গল্প দেখা গেছে ‘তুফান’-এ। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা।
সালাহউদ্দিন লাভলু ছাড়াও দেখা গেছে মিশা সওদাগর, গাজী রাকায়েত, সুমন আনোয়ার, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরীসহ আরও অনেককে।
দেশের দুই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকির সঙ্গে ছবিটি প্রযোজনা করবে কলকাতার এসভিএফ। ‘তুফান’ পরিচালনা করেছেন রায়হান রাফী।
চচ/আরপি