বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

দিশারী’র আনন্দ ভ্রমন সম্পন্ন

গত ২৮ ডিসেম্বর দিশারী কোচিং সেন্টার (আন্দরকিল্লা শাখা)’র শিক্ষাসফর ও আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়েছে।

একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে রাঙামাটি ভ্রমনের আয়োজনটি সম্পন্ন করেছে প্রতিষ্টানটির পরিচালনা পরিষদ।

এ আয়োজনে শিক্ষার্থী এবং শিক্ষকদের সঙ্গে ছিলেন দিশারী কোচিং সেন্টারের পরিচালক এস. এম ইনতেখাব আলম সায়েম, মো: তাউসিফ রহমান এবং আব্দুল্লাহ আল রাফি।

আনন্দঘন সফরটি সুষ্টু এবং সুন্দর ভাবে সম্পন্ন করতে পারায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান প্রতিষ্টানটির পরিচালনা পরিষদ।

—- প্রস রিলিজ।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর