বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

ছিনতাইকারীদের হামলায় আহত ২ শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় বহন করবে চবি

নিজস্ব প্রতিবেদক

শাটল ট্রেনে দুর্বৃত্তদের হামলায় আহত ২ শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ বহন করবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সভাপতিত্বে উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। সভায় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামিম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

সভায় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মোঃ আনোয়ার হোসেন, সহকারী প্রক্টরবৃন্দ, চবি ইংরেজি বিভাগের শিক্ষক গোলাম হোসেন হাবীব, বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা পুলিশ ও রেলওয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় গত ২৮ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনে দুবৃর্ত্তদের হামলায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ২জন শিক্ষার্থী মারাত্মক আহত হওয়ার ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে এ অনাকাঙ্খিত ঘটনার জন্য চবি প্রশাসন, আইনশৃংখলা বাহিনী ও রেলওয়ে পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। উক্ত দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর এবং চীফ মেডিকেল অফিসার দ্রুত যোগাযোগের মাধ্যমে আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন এবং ঘটনায় আহত চবির ২ জন শিক্ষার্থীর চিকিৎসার সকল ব্যয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ বহন করার সিদ্ধান্ত নেয় এবং তা ঘটনার দিনই চবি উপ-উপাচার্য (প্রশাসন) জানিয়ে দেন। সভায় আহত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়।

সভায় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন চবি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব, উক্ত বিভাগের শিক্ষার্থী পলাশ দে, উম্মে হাবিবা মায়িশা ও ছাত্র প্রতিনিধি জালাল উদ্দিন মিজবাহ। প্রতিনিধিবৃন্দ আহত ২ জন শিক্ষার্থীর চিকিৎসা খরচ বহনের ও শাটল ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবি জানান। এছাড়া ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর