বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

নূরানী কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল প্রকাশ, পাশের হার ৯৭.৮৮%

নিজস্ব প্রতিবেদক

নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশে’র অধীনে দেশব্যাপী পরিচালিত নূরানী মাদরাসা সমূহের কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

বোর্ডের প্রধান কার্যালয় মিলনায়তনে আয়োজিত ঝাঁকঝমকপূর্ণ অনুষ্ঠানে বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব আল্লামা মুফতি জসিমুদ্দিন আজ বুধবার (২৫ডিসেম্বর-২০২৪) সকালে বোর্ড চেয়ারম্যান মুফতী খলিল আহমদ কাসেমীর (দা.বা.) হাতে কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল তুলে দেন। এসময় পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী মুহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

এবারের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় ৩০৫৭টি কেন্দ্রে ১০১৯৭টি প্রতিষ্ঠানের ৭ লাখ ২৬ হাজার ৩৭ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। পাশের হার ছিল ৯৭.৮৮%। জিপিএ-৫.০০ পেয়েছেন ৪৫ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী।

বোর্ডের সিনিয়র প্রশিক্ষক মাওলানা কামরুল ইসলামের সঞ্চালনায় ও মাওলানা শহীদুল ইসলামের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের সহ-সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী মুহাম্মদ আলী কাসেমী (দা.বা.)।

প্রধান অতিথি ছিলেন বোর্ডের চেয়ারম্যান ও দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতী খলিল আহমদ কাসেমী (দা.বা.), বিশেষ অতিথি ছিলেন বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব ও দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর সহযোগী পরিচালক আল্লামা মুফতী জসীমুদ্দীন (দা.বা.)।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, সাংগঠনিক সচিব মাওলানা জমির উদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা মীর মুহাম্মদ আনিস, অর্থ সচিব হাফেজ মাওলানা ইসমাইল, সহ অর্থ সচিব মাওলানা ওসমান ফয়েজী, সম্মানিত সদস্য মাওলানা ইউনুস, মাওলানা ওসমান শাহানগরী, আলহুদা মহিলা মাদরাসার পরিচালক মাওলানা মীর মুহাম্মদ কাসেম এবং প্রশিক্ষক-পরিদর্শকগণের মধ্যে- মাওলানা আবুল হাসেম, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা মনজুরুল ইসলাম-মনজুর, মাওলানা নুরুল আবসার, মাস্টার আনিসুল ইসলাম, মাওলানা হেলাল উদ্দীন, মাওলানা মোখতার হোসাইনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনলাইনে ফলাফল দেখতে www.nooraniboardctg.com এ ভিজিট করতে বলা হয়েছে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর