বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

মহামান্যের চিঠি না আসা পর্যন্ত দায়িত্ব ছাড়ব না: চবি উপাচার্য

রাষ্ট্রপতি নতুন ভিসি নির্ধারণ না করা পর্যন্ত দায়িত্ব ছাড়বেন না বলে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
তিনি বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি আমাকে ও প্রো- ভিসিকে নিয়োগ দিয়েছেন। যতক্ষণ তিনি আমাদের জায়গায় অন্য কাউকে নিয়োগ না দেন, ততক্ষণ কাজ করে যাব। মহামান্যের চিঠি না আসা পর্যন্ত দায়িত্ব ছাড়ব না। আমাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। ওখানে প্রধানমন্ত্রীও যুক্ত আছেন। আইনের মাধ্যমে এসে, আমি কীভাবে আইন ভঙ্গ করব।’

সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে উপাচার্যের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
শিক্ষক সমিতির আন্দোলনের বিষয়ে উপাচার্য বলেন, ‘শিক্ষক সমিতি কি ভিসি নিয়োগ দেয়? শিক্ষক সমিতি কি ভিসি, প্রো ভিসি বানিয়ে আনে? যদি উনারা মহামান্যের চিঠি নিয়ে আসেন, তাহলে সসম্মানে তাদের বসিয়ে আমি দায়িত্ব ছেড়ে চলে যাব।’

এ সময় উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. খাইরুল ইসলাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল্লাহ মামুন, আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রকিবা নবী, প্রক্টর ড.নুরুল আজিম সিকদার, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রহমান নাসির উদ্দিন।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর