মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা

চাটগাঁর চোখ ডেস্ক

আবারও ভর্তি পরীক্ষা ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ এমনটাই জানিয়েছেন।

তিনি বলেন, আগামী বছর থেকে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হবে। একই সঙ্গে শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বগুড়া আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রমও। সারাদেশে এলোমেলো অবস্থায় থাকা শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণে আনার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আড়াই হাজার কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্য দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার বগুড়ার শিবগঞ্জের মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ মাঠে ছাত্র-শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাছানাত আলী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক রফিকুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আবদুল হাই ছিদ্দিক, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর