চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় অভিযুক্ত ছাত্রলীগের কর্মী ইমন নাথকে আটক করেছে হাটহাজারী থানা পুলিশ।
২৪ অক্টোবর (বৃহস্পতিবার) বিকালে হাটহাজারী থানার এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মদনহাট বাজারের একটি ডাক্তারের চেম্বারে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক ইমন ফতেপুর ইউনিয়নের নাথ পাড়ার বাসিন্দা রতন নাথের ছেলে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ইমন নাথকে আটকের পর তার চাচা জহরলাল নাথের নেতৃত্বে মুক্তি দাবি জানিয়ে যুবলীগের উদ্যোগে মিছিল বের করতে চাইলে তারা বাধার মুখে পড়েন।
হাটহাজারী থানার ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী থানা পুলিশের একটি দল মদনহাট বাজারে ডাক্তার উজ্জল নাথের চেম্বারে অভিযান চালিয়ে সন্ত্রাসী ইমন নাথকে আটক করে। তার বিরুদ্ধে বেশকিছু অভিযোগ রয়েছে।
এনইউ/জই