রবিবার, ১৫ জুন ২০২৫

শাটডাউনে অচল ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের দাবিতে শাটডাউন কর্মসূচিতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় (সিভাসু)।

মঙ্গলবার (০৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সমবেত হয়ে তৃতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করেন তারা। এতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। ফলে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও একাডেমিক কার্যক্রম।

ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষক ডা. রিদুয়ান পাশা বলেন, আমাদের শিক্ষকদের উদ্ভাবিত পিবিএল, ইন্টার্নশিপ, সিলেবাস দেশের অন্য বিশ্ববিদ্যালয় গ্রহণ করে। এমন অনন্য সিস্টেম যাদের আইডিয়ায় আসে তাদের ওপর ভার্সিটির নেতৃত্ব নিয়ে কোনো সন্দেহ থাকে না।

শিক্ষা উপদেষ্টা দ্রুত বিষয়টি সমাধান করে শিক্ষক, শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন বলে আশা করি।

সিভাসুতে গত ১৯ সেপ্টেম্বর থেকে কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। ওই দিন বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ, ৩ অক্টোবর ক্লাস-পরীক্ষা বয়কট ও অবস্থান কর্মসূচি, ৪ অক্টোবর বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল, ৫ অক্টোবর রোড ব্লক, ৬ অক্টোবর টোটাল শাটডাউন ও ৪৮ ঘণ্টার মধ্যে ভিসি নিয়োগের আল্টিমেটাম এবং ৭ অক্টোবর শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারী সবাই একসাথে শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করেন। সিভাসুতে দ্রুত অভ্যন্তরীণ ভিসি নিয়োগ না দিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধেরও হুমকি দেন শিক্ষার্থীরা।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর