বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

একদিকে দাবানল অন্যদিকে তুষার ঝড়, যুক্তরাষ্ট্রে বিপর্যয়

যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মোরশেদ আলমের ওয়াল থেকে

একদিকে ক্যালিফোর্নিয়া স্টেটের লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানল, অপরদিকে বৃহস্পতিবার থেকে ২৬টি অঙ্গরাজ্যে শুরু হওয়া তুষার ঝড়ে স্থবির হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের জনজীবন। গতকাল পবিত্র জুমার খুৎবায় প্রসঙ্গটি উঠে এল।

বৃহস্পতিবার ভোর থেকে টেক্সাসের ডালাসের প্লানোতে তুষারপাত শুরু হয়। ফলে রাস্তাঘাট, ঘরবাড়ি সবকিছু বরফের চাদরে ঢাকা পড়ে যায়। ইমাম শেখ আরসালান হক প্রথমে বৈরি আবহাওয়ায় বরফ মাড়িয়ে আমাদের সবাইকে (মুসল্লিদের) মসজিদে উপস্থিত হওয়ার তওফিক দেওয়ার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমাদের মসজিদ, বাসস্থান, কর্মস্থল, মার্কেট, গাড়ি সবকিছুতেই সেন্ট্রাল হিটিং সিস্টেম রয়েছে। ওয়ার্মআপের জন্য জ্যাকেট ও কম্বলসহ পর্যাপ্ত কাপড়চোপড় রয়েছে। তুষারপাতের মধ্যে অনেকে ঘর থেকে বেরিয়ে হৈ-হুল্লোড় করছেন। প্রকৃতিকে উপভোগ করছেন। কিন্তু একবার ভেবে দেখেছেন কি পৃথিবীর সেসব ছিন্নমূল ও অসহায় মানুষের কথা, এই প্রচণ্ড শীতে তাদের কতই না করুণ দশা!

এবার ইমাম সাহেব লস অ্যাঞ্জেলসের দাবানলের কথা উল্লেখ করে বলেন, শত শত কোটি ডলারের সম্পদ পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সেলিব্রিটিরা বসে বসে অসহায়ভাবে টিভি স্ক্রিনে দেখছেন, কিভাবে তাদের মিলিয়ন মিলিয়ন ও বিলিয়ন ডলারের বাড়িগুলো আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিচ্ছে।
বিমানে টন টন পানি ফেলেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে বিশ্বের শীর্ষ পরাশক্তি যুক্তরাষ্ট্রের মত সমৃদ্ধ দেশ আজ প্রকৃতির কাছে কতই না অসহায়! আর এসব হচ্ছে আল্লাহ পাকের অতি সামান্য নমুনা যা তিনি পবিত্র কুরআনে আয়াতের মাধ্যমে মানবজাতিকে হুঁশিয়ার করে দিয়েছেন। এই পৃথিবী ও আকাশমণ্ডলীসহ সব মাখলুকাত তাঁরই সৃষ্টি। তিনি চাইলে মুহূর্তেই সবকিছু ওলট-পালট করে দিতে পারেন। তিনি আরো বলেন, দশক দশক ধরে দখলদার বাহিনীর নির্বিচার হামলায় ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইয়েমেন জ্বলছে।

অকাতরে প্রাণ যাচ্ছে নারী-শিশুসহ হাজার হাজার মানুষ। অথচ বিশ্ববিবেক নিশ্চুপ। ইমাম সাহেবের ইঙ্গিত স্পষ্ট। খুৎবার শেষে তিনি মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনা করে মুনাজাত করেন।
উল্লেখ্য, গত চারদিনেও লস অ্যাঞ্জেলসের দাবানল নিয়ন্ত্রণে আসেনি। নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে আগুন। তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না ফায়ার সার্ভিসের কর্মীরা। ইতিমধ্যে ৪০ হাজারেরও বেশি একর এলাকা আগুনে ভস্মীভূত হয়ে গেছে। কমপক্ষে ২ লাখ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আর ২ লাখ নাগরিকের জন্য সতর্কতা জারি করেছে প্রশাসন। দাবানলের সর্বশেষ খবরে সিএনএন জানিয়েছে, ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। এছাড়া পুড়ে ছাই হয়ে গেছে ১০ হাজার বাড়ি-গাড়িসহ অন্যান্য অবকাঠামো। এরই মধ্যে শহরটির এখন পর্যন্ত আনুমানিক ১৫০ বিলিয়ন (১৫ হাজার কোটি টাকা) ডলারের ক্ষতি হয়েছে বলে ধারণা করছে আবহাওয়াবিষয়ক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট অ্যাকুওয়েদার।
এদিকে, ২৬ স্টেটে বৃহস্পতিবার ৯ জানুয়ারি শুরু হয়েছে তুষার ঝড়। জাতীয় আবহাওয়া দফতরের বুলেটিনে শুক্রবার ভোরে বলা হয়েছে যে, এসব স্টেটের কোথাও কোথাও ১৪ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। এজন্যে সতর্কতা জারি করা হয়েছে টেক্সাস, ওকলাহোমা, ক্যানসাস, লুইঝিয়ানা, আরকানসাস, মিসিসিপি, আলাবামা, জর্জিয়া, সাউথ ক্যারলিনা, নর্থ ক্যারলিনা, ভার্জিনিয়া, কেন্টাকি, ইন্ডিয়ানা, ইলিনয়, টেনেসী, মিজৌরি এবং মন্টানা স্টেটে। আরো রয়েছে ওহাইয়ো, ওয়েস্ট ভার্জিনিয়া, মিশিগান, ওয়াশিংটন, নিউ মেক্সিকো, কলরাডো, ওরেগণ, পেনসিলভেনিয়া এবং ম্যারিল্যান্ড স্টেট। শৈত্য প্রবাহের এই সতর্কবার্তায় কয়েক কোটি আমেরিকান তিনদিনের ব্যবধানে আবারো গৃহবন্দির পর্যায়ে উপনীত হয়েছেন।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর