বোয়ালখালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর পৌরসভা পর্যায়ে চূড়ান্ত পর্বের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার সুলতানার সভাপতিত্বে গোমদন্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র ও দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম।
শিক্ষক মৃত্যুঞ্জয় চৌধুরীর সঞ্চালনায়
প্রধান আলোচক ছিলেন উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর বোরহান উদ্দীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিকাশ ধর, কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, ইসমাইল হোসেন চৌধুরী আবু, সেলিম উদ্দীন, প্রধান শিক্ষক নজির আহমেদ, মোহাম্মদ উল্লাহ।
এসময় প্রধান অতিথি মেয়র জহুরুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে বৈল্পবিক পরিবর্তন এনেছেন। শিক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে, কেননা শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই।
সভা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।